ভাসমান বাজার।।পাটুলি।।কলকাতা।।Floating Market||Patuli||Kolkata||

2020-09-21 1

#kolkata #floatingmarket #patuli

বৈষ্ণবঘাটা, পাটুলি উপনগরীর পাটুলি ঝিল এ এই ভাসমান বাজার তৈরি করা হয়েছে।
ই.এম.বাইপাশের খুব কাছে অবস্থিত এই বাজার।

Address ::

Pond Block H, Block E, Baishnabghata Patuli Twp, Patuli, Kolkata, West Bengal 700094

কলকাটা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (K.M.D.A) আর মিউনিসিপাল করপোরেশন যৌথ ভাবে এই বাজার নির্মাণের দায়িত্বে ছিলো।
এই বাজার আগে ছিল পাটুলি ভি.আই.পি মার্কেট হিসাবে।পরে সেখান থেকে রাস্তার কাজ প্রসারিত করার জন্য সবজি বিক্রেতাদের সরিয়ে এই ভাসমান বাজারে স্থান দেওয়া হয়। থাইল্যান্ড এর , ব্যাঙ্কক এ এই রকম ভাসমান বাজার থেকেই এই বাজার তৈরির অনুপ্রেরণা জাগে।।

বাজারের এর বর্ণনা ::

মোট ১১৪ টি নৌকায় ২৮০ মতো দোকান আছে।
একটা নৌকায় দুটো দোকান বসতে পারে।
সবজি,ফুল,ফল, মাছ,মাংস সবই এখানে পাওয়া যায়।আর জলের ওপর দিয়ে কাঠের পাটাতন করে দেওয়া আছে।সেই জন্যে ক্রেতাদের যেতে কোনো সমস্যা হয় না।বাজারটা চারটে ভাগে বিভক্ত।

সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত এই বাজার খোলা আর এখানে ঢুকতে কোনো টাকা লাগে না।
সাধারণ বাজারের মতোই এই বাজার।
এই ভাসমান বাজার তৈরি করতে মোট খরচ হয়েছে প্রায় ১০ কোটি টাকা।

গুরুত্ব:

এই বাজার আমাদের দেশের একটা অন্যতম আকর্ষণ হয়ে উঠতে পারে আর পর্যটন শিল্পে সাহায্য করতে পারে।তাছাড়া এই বাজারেই একটা মেশিন আছে যা বাতাস থেকে অক্সিজেন নিয়ে জলে মেশায়।তাই জলে থাকা প্রাণীদের অসুবিধা হবে না|




Like us on Facebook:
https://www.facebook.com/misbah2021khulna
twitter:
https://twitter.com/misbahkhulna
instagram:
https://www.instagram.com/misbah_khulna
facebook Group:
https://www.facebook.com/groups/372973556520820/?ref=share
Linkedin:
https://www.linkkedin.com/mwlite/in/misbah-khulna-9328741b1
Channel Page:
https://www.facebook.com/rainbow365/?modal=admin_todo_tour